অনেক প্রাচীনতম স্কুল বজ্রযোগিনী সবুজের সমারোহ চারিদিকে, স্কুলের সামনেই একটি পুকুর সাথেই খেলার মাঠ দেখলেই মন জুড়িয়ে যায়,লেখাপড়ার মানও খুব ভালো একটু দুরেই অতীশ দিপংকরের জন্মভিটা বজ্রযোগিনীতেই তার জন্ম, বাংলাদেশের বিশ্ববিখ্যাত সাঁতারু মোশারফখান এই স্কুলে লেখাপড়া করেন,অনেক গুনি ব্যাক্তিরাই এই স্কুলে লেখাপড়া করেছেন, এই স্কুলটি পাঁচতলা ভবন খুব সুন্দর একটি স্কুল।